প্রশ্ন: গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বুঝায়? উত্তর : একটি গণত্রান্তিক রাষ্ট্রে যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনিন্দিক কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছা একটি প্রধান মেরুদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয় বসবাসকারী মানুষ এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলে তারা এগুলো…
Category: HSC Social work short questions
প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর উত্তর : প্রশাসনের স্বেচ্ছারিতা দূর করে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা প্রয়োজন। জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহিতা করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন…
প্রশ্ন: রাজনৈতিক অধিকার বলতে কি বুঝায়? উত্তর: রাজনৈতিক অধিকার বলতে রাজনীতি পরিচালনায় এবং শাসন কার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশ অংশগ্রহণ করার অধিকার কে বুঝায়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃতি হয়। ভোটদান অধিকার, নির্বাচনের অংশগ্রহণের অধিকার,রাজনৈতিক দল গঠন করার অধিকার,সমাজে বসবাস করার অধিকার,সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মধ্যে রাজনৈতিক…
প্রশ্ন: স্বাধীনতা বলতে কি বুঝায়? উত্তর: অন্যের কোনো ক্ষতি না করে নিজের ইচ্ছামত কাজ করায় স্বাধীনতা। ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকার এ হস্তক্ষেপ না করে নিজের অধিকার পূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোন প্রকারের বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ…
সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়? সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করতে হলে প্রত্যেক সদস্যকেই কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালন করার রীতিনীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সামাজিক দায়িত্ব মূলত এক ধরনের শিষ্টাচার বা নীতি যা সমাজের প্রতি দায়িত্ব পালন করা নির্দেশ করে। সমাজকর্মে বিশ্বাস করা হয় সামাজিক দায়িত্ব পালনের মধ্যে দিয়েই মানুষসীয় অধিকার…
সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর? সমস্যার সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সহজভাবে বলা যায়, সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা মানুষকে এমন ভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। শিল্প বিপ্লবের সমাজের জটিল অর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিকাশ লাভ করেছে।
সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা- ব্যাখ্যা কর? সমাজকর্ম সাহায্যপ্রার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনর উদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। যার মূলত লক্ষ সামাজিক বিভিন্ন সমস্যার আক্রান্ত ক্ষতিগ্রস্ত দল, ব্যক্তি ও সমষ্টিকে এমন ভাবে সাহায্য করা, যাতে তারা নিজেদের ক্ষমতা ও…
সমাজকর্ম প্রশাসন বলতে কি বুঝায়? সামাজিক নীতি কে সমাজসেবা রূপান্তরের একটি প্রক্রিয়ার নাম সমাজকর্ম প্রশাসন। যার মাধ্যমে অভিজ্ঞ লোকের আলোকে সামাজিক নীতির মূল্যায়ন ও সংশোধন করা হয়। সামাজিক প্রতিষ্ঠান বা এনজিও সংগঠিত ও পরিচালিত করার মাধ্যমে যা সম্পূর্ণ হয়। এক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, মূল্যবোধ ও নীতির পূর্ণ গুরুত্ব দেওয়া হয়।
সমাজকর্ম সামগ্রিক কল্যাণ বলতে কি বুঝায়? মানবজীবনে সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন ছাড়া সামাজিক সমস্যা সমাধান নিশ্চিত করা যায় না। তাই সমাজকর্ম মানুষের আর্থিক, সামাজিক,সাংস্কৃতিক, মানসিক, দৈহিক ও নৈতিক সকল ক্ষেত্রে কল্যাণ সুনিশ্চিত করতে তাদের অবদান বজায় রাখে। সকল ক্ষেত্রে সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমাজকর্ম যে বহুমুখী প্রক্রিয়া গ্রহণ করে, তাই সমাজকর্মের সামগ্রিক কল্যাণ হিসেবে…
সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর: সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্থ ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয় এবং সামাজিক ভূমিকা পালনে মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। এজন্য সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়। সমাজকর্মের সাহায্যে মানে আর্থিক বা নগদ কোন কিছু প্রদান…