কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Agricultural Education and Research Institute

কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Agricultural Education and Research Institute

কৃষি শিক্ষা : বিজ্ঞানের যে শাখায় ফসল, পশু, মাছ, হাঁস-মুরগি, বৃক্ষ ইত্যাদি কৃষি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকে কৃষি শিক্ষা বলে। 

কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব : বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। কৃষি বিষয়ে শিক্ষা বা জ্ঞান অর্জন করে বাস্তবে প্রয়োগ করলে দেশে কৃষি পণ্যের উৎপাদন বাড়বে। দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সকল মৌলিক চাহিদা পূরণ হবে। নিচে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো :

  1. ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা যায় ।
  2. ফসলের জাত উদ্ভাবন সম্বন্ধে জ্ঞান অর্জন হয় ।
  3. ফসল, পশু, হাঁস-মুরগি ও মাছের গবেষণা সম্বন্ধে জানা যায় ।
  4. ভূ-প্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম সম্বন্ধে জানা যায় ।
  5. মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করার উপায় জানা যায় ।
  6. মাটির বুনট, সংযুতি ও অম্লত্ব সম্বন্ধে জানা যায় ।
  7. গাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ সম্বন্ধে জানা যায়।
  8. জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায়।
  9. সেচের উন্নত পদ্ধতি ও কার্যকারিতা বৃদ্ধি সম্বন্ধে জানা যায় ।
  10. গাছের রোগ ও পোকা দমনের পরিবেশসম্মত উপায় জানা 
  11. বীজ উৎপাদন কৌশল জানা যায়
  12. অঙ্গজ উপায়ে চারা উৎপাদন শেখা যায়
  13. ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি ও ফলন বৃদ্ধির উপায় জানা যায় 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *