সমাজকর্ম সামগ্রিক কল্যাণ বলতে কি বুঝায়? What does social work overall welfare mean?
সমাজকর্ম সামগ্রিক কল্যাণ বলতে কি বুঝায়?
মানবজীবনে সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন ছাড়া সামাজিক সমস্যা সমাধান নিশ্চিত করা যায় না। তাই সমাজকর্ম মানুষের আর্থিক, সামাজিক,সাংস্কৃতিক, মানসিক, দৈহিক ও নৈতিক সকল ক্ষেত্রে কল্যাণ সুনিশ্চিত করতে তাদের অবদান বজায় রাখে। সকল ক্ষেত্রে সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমাজকর্ম যে বহুমুখী প্রক্রিয়া গ্রহণ করে, তাই সমাজকর্মের সামগ্রিক কল্যাণ হিসেবে খ্যাতি লাভ করেছে।
সমাজকর্মীরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তাদের নিজের কর্মব্যস্ত রাখে। তারা গ্রাম অঞ্চল এবং শহরে ঘুরে ঘুরে সমাজের ক্ষতিগ্রস্ত কিংবা অসহায় লোকদের সাহায্য করে থাকে। সমাজকর্ম নারী শিশু নির্যাতন, মাদক দ্রব্য সেবন, বস্তির সমস্যা, নিরক্ষরতা, দারিদ্রতা,পতিতাবৃত্তি ও মৌল মানবিক চাহিদা সমস্যার সমাধানের জন্য কাজ করে যায়। তাই সমাজকর্ম সামগ্রিক কল্যাণে তাদের ভূমিকা রাখে যা ব্যাখ্যা করা হলো।