মাটির ক্ষারত্ব কাকে বলে?

মাটির ক্ষারত্ব কাকে বলে?

মাটির ক্ষারতঃ মাটিতে হাইড্রোজেন আয়নের চেয়ে হাইড্রোক্সিলের আয়নের ঘনত্ব বা পরিমান বেশি হলে মাটি ক্ষারীয় হয়,  মাটির এই বৈশিষ্ট্যকে ক্ষারত বলে। মাটির অম্লমান সাথ এর বেশি হলে মাটি ক্ষারীয় হয়।

মাটির ক্ষারত্ব কাকে বলে?প্রশ্নটি এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের “ ক “ জ্ঞানমূলক ছোট প্রশ্ন।

Post a Comment