জেবড়া প্রয়োগ কাকে বলে? What is mulching?

মালচিং/ জেবড়া প্রয়োগ কাকে বলে? মালচিং/ জেবড়া প্রয়োগঃ ফসলের জমির মাটির কচুরিপানা, পলিথিন কাগ্‌ খড়কুটো দিয়ে ঢেকে রাখাকে মালচিং/ জেবড়া প্রয়োগ বলে।

মালচিং/ জেবড়া প্রয়োগ কাকে বলে?

মালচিং/ জেবড়া প্রয়োগঃ ফসলের জমির মাটির কচুরিপানা, পলিথিন কাগ্‌ খড়কুটো দিয়ে ঢেকে রাখাকে  মালচিং/ জেবড়া প্রয়োগ বলে।  এর দ্বারা ভূমিক্ষয় রোধ হয়, মাটির আদ্রতা সংরক্ষণ থাকে, জৈব পদার্থ যোগ হয় ও নাইট্রোজেনের অপচয় হয় না। এছাড়াও আগাছা দমন হয় ও পোকামাকড় কম আক্রমণ করে।

মালচিং/ জেবড়া প্রয়োগ কাকে বলে? প্রশ্নটি এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের “ ক “ জ্ঞানমূলক ছোট প্রশ্ন।

Post a Comment