দরিদ্র আইন বলতে কি বুঝায়?
দরিদ্র আইন বলতে কি বুঝায়?
দরিদ্র আইন বলতে বুঝায় একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদান, দরিদ্রদের নিয়ন্ত্রণ অথবা দরিদ্রদের প্রেসার প্রতিরোধ প্রকল্পকে সরকারি পর্যায়ে গৃহীত যেকোনো আইনগত ব্যবস্থাকে দরিদ্র আইন বলা হয়। চতুর্দশ শতাব্দি হতে উনবিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত দরিদ্রদের নিয়ন্ত্রণ ও দমন মুলক আইনকে দরিদ্র আইন বলা হয়।