সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর? Explain the concept of social work?
সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর?
সমস্যার সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সহজভাবে বলা যায়, সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা মানুষকে এমন ভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। শিল্প বিপ্লবের সমাজের জটিল অর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিকাশ লাভ করেছে।