মাটির অম্লত্ব কাকে বলে? What is soil acidity?
মাটির অম্লত্ব কাকে বলে?
মাটির অমরত্বঃ মাটিতে হাইড্রোক্সিল আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বা পরিমান বেশি হলে হয়, মাটির এই বৈশিষ্ট কে মাটির অম্লত্ব বলে। মাটির অম্ল মান 7 এর কম হলে মাটি অম্ল হয়।
মাটির অম্লত্ব কাকে বলে? প্রশ্নটি এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের “ ক “ জ্ঞানমূলক ছোট প্রশ্ন।