বিভারিজ রিপোর্ট কি? বিভারিজ রিপোর্ট বলতে কি বুঝায়? ব্যাখ্যা দাও

বিভারিজ রিপোর্ট কি? বিভারিজ রিপোর্ট বলতে কি বুঝায়? ব্যাখ্যা দাও


বিভারিজ রিপোর্ট হলো ১৯৪২ সালের স্যার উইলিয়াম বিভারিজ কর্তৃক প্রণীত ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি রিপোর্ট। বিভারিজরিপোর্টে অভাব, রোগ, অদক্ষতা,  মলিনতা ও অলসতাকে  মানব সমাজের অগ্রগতিতে পাঁচটি প্রধান অন্তরায় হিসাবে চিহ্নিত করা হয়। এই সমস্যাগুলো সমাধানে বিভারিজরিপোর্টে পাঁচটি সুপারিশ করা হয়।  এই রিপোর্টের লক্ষ্য ছিল সমাজ হতে অবাক দূর করে  সামাজিক নিরাপত্তা পদ্ধতি প্রচলন করা। 


বিভারিজ রিপোর্ট সমাজকর্ম প্রথম পত্রের ' খ ' নম্বর অনুধাপনমূলক প্রশ্ন। উপরে বিভারিজ রিপোর্ট কি এবং এর ব্যাখ্যা দেওয়া আছে।


শিল্পায়ন বলতে কি বুঝায়? ব্যাখ্যা দাও


HSC  সমাজকর্ম ১ম পত্র বই PDF.

Next Post Previous Post