সমাজকর্ম প্রথম অধ্যায় “সমাজকর্ম : প্রকৃতি এবং প ক নম্বরে জন্য সকল “ক” নম্বরে জন্য সকল ছোট প্রশ্ন রিধি”

অধ্যায় ১ : সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি

প্রশ্ন ১। সমাজকর্মের উদ্ভব ঘটে কোন দেশে? [ঢা বো. ‘২২; য. বো. ২২; [কু. বো. ‘২২; চ. বো. ২২; সি. বো. ‘২২; দি. বো. ‘২২ ও ম. বো. [২২] উত্তর : ইংল্যান্ডে সমাজকর্মের উদ্ভব ঘটে ।

প্রশ্ন ২। NASW-এর পূর্ণরূপ কী? (ঢা. বো. ‘২২. ‘১৯; রা. বো. ১৯; য. বো. ‘২২, ‘১৯; কু. বো. ‘২২; চ. বো. ২২, ‘১৯; সি. বো. ‘২২, ‘১৯; দি. বো. ‘২২, ‘১৯; ম. বো. ‘২২] 

উত্তর : National Association of Social Workers.

প্রশ্ন ৩। ‘Introduction to Social Welfare’ গ্রন্থের লেখক কে? [ঢা. বো. ‘১৮; রা. বো. ‘২২ ; য. বো. ১৮: সি. বো. ১৮; ব. বোর্ড ‘২২; দি. বো. ১৮] 

উত্তর : Introduction to Social Welfare-গ্রন্থটি ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডারের লেখা ।

প্রশ্ন ৪। সমাজ কী?

[য. বো. ২১; চ. বো. ‘২১; সি. বো. ‘২১] উত্তর : অভিন্ন লক্ষ্য ও স্বার্থকে কেন্দ্র করে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সংঘবদ্ধভাবে বসবাসরত জনসমাবেশই হলো সমাজ। 

প্রশ্ন ৫। সমাজকর্ম কাকে বলে? [য. বো. ‘২১; চ. বো. ‘২১: সি. বো. ২১/ 

উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশাকে সমাজকর্ম বলে । প্রশ্ন ৬। সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?

[ৱা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ‘১৮, ব. বো. ‘১৮] 

উত্তর : সমাজকর্ম এক ধরনের সামাজিক বিজ্ঞান ।- 

প্রশ্ন ৭। COS-এর পূর্ণরূপ কী? [ঢা. বো. ১৭; য. বো. ১৭; কু. বো. ১৭; চ. বো. ১৭; সি. বো. ‘১৭ দি. বো. ‘১৭] 

উত্তর : COS-এর পূর্ণরূপ হলো— Charity Organization Society./ 

প্রশ্ন ৮। ‘Industry’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? [রা. বো. ‘১৭; বঁ. বো. ‘১৭] 

উত্তর : ল্যাটিন শব্দ Industria থেকে ‘Industry’ শব্দের উৎপত্তি । 

প্রশ্ন ৯। পদ্ধতি কী? [সকল বোর্ড ‘১৬] 

উত্তর : কোনো কাজ ‘সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় তাকেই পদ্ধতি বলে ।

প্রশ্ন ১০। অধ্যাপক ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার লিখিত একটি বইয়ের নাম লেখ । [সকল বোর্ড ‘১৫] 

উত্তর : অধ্যাপক ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার লিখিত একটি বইয়ের নাম হলো – Introduction to Social Welfare.

প্রশ্ন ১১। সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে প্রদান করেছেন? [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর) 

উত্তর : সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেছেন ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার।

প্রশ্ন ১২। W. A. Friedlander প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞাটি লেখ। | কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। 

উত্তর : সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে।

প্রশ্ন ১৩। সমাজকর্ম কী ধরনের পেশা? | দিনাজপুর সরকারি মহিলা কলেজ) 

উত্তর : সমাজকর্ম একটি বহুমুখী পেশা।

প্রশ্ন ১৪। কত সালে NASW সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

করে?

উত্তর : ১৯৮১ সালে NASW সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে।

প্রশ্ন ১৫। Encyclopedia of Social Work কী ?

[ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা]

উত্তর : Encyclopedia of Social Work হলো— সমাজকর্ম বিষয়ক একটি বি প্রশ্ন ১৬। পেশাদার সমাজকর্মের মূল উৎস কী?

[সামসুল হক খান স্কুল এণ্ড কলেজ, ঢাকা। 

উত্তর : পেশাদার সমাজকর্মের মূল উৎস হচ্ছে স্বেচ্ছাসেবী সম কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলন।

প্রশ্ন ১৭। সমাজকর্ম কী ধরনের পেশা? [বিএএফ শাহীন কলেজ, তেজ 

উত্তর : সমাজকর্ম সহায়তাকারী ও সক্ষমকারী পেশা। প্রশ্ন ১৮। শিল্প বিপ্লব প্রত্যয়টি নামকরণ করেন কে? 

প্রশ্ন ১৯। IFSW-এর পূর্ণরূপ কী? [পুলিশ লাইন্‌স স্কুল এন্ড কলে 

উত্তর : IFSW এর পূর্ণরূপ হলো International Federation of Social W (চট্টগ্রাম সরকারি মহি 

প্রশ্ন ২০। মনোবিজ্ঞান কী? 

উত্তর : মনোবিজ্ঞান হলো- আত্মা বা মনের বিজ্ঞান । 

প্রশ্ন ২১। সুপ্রাচীনকালে সমাজকল্যাণের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হতো?

উত্তর : সুপ্রাচীনকালে সমাজকল্যাণের মাধ্যমে মানুষের সাময়িক সমস্যার সম 

প্রশ্ন ২২। সমাজব্যবস্থা জটিল আকার ধারণ করে কেন? 

উত্তর : সময়ের বিবর্তনে নতুন নতুন সমস্যার উ সমাজব্যবস্থা জটিল আকার ধারণ করে।

প্রশ্ন ২৩। কী কারণে সমাজকর্মের অভ্যুদয় ঘটেছে? 

উত্তর : নতুন ও জটিল সমস্যার বিজ্ঞানসম্মত সমাধাে সমাজকর্মের অভ্যুদয় ঘটেছে।

প্রশ্ন ২৪। সমাজকর্ম কীভাবে মানুষকে সাহায্য করে?

উত্তর : সমাজকর্ম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে।

প্রশ্ন ২৫। রেছ. এ. স্কিডমোর এবং এম. জি. থ্যা সমাজকর্মের সংজ্ঞাটি কী?

উত্তর : রেস্ক, এ. স্কিডমোর এবং এম. জি. থ্যা সমাজকর্মের সংজ্ঞাটি হলো— “সমাজকর্ম এমন একটি

ও পেশা যা মানুষকে কতকগুলো পদ্ধতির সাহায্যে ব্যক্তিগ সামাজিক সম্পর্ক লাভ করতে সাহায্য করে।”

প্রশ্ন ২৬। সমাজকর্মের মূল লক্ষ্য কয়টি? উত্তর : সমাজকর্মের মূল লক্ষ্য তিনটি। 

প্রশ্ন ২৭। সমাজকর্ম অধ্যয়নের মূল লক্ষ্য কী?

উত্তর : সমাজকর্ম অধ্যয়নের মূল লক্ষ্য হচ্ছে- পেশা দক্ষতাসম্পন্ন সমাজকর্মী গড়ে তোলা ।

প্রশ্ন ২৮। সাহায্যকারী কার্যক্রম কাকে বলে? উত্তর : সমাজকর্ম যেসব নির্দিষ্ট পদ্ধতির আওতায় সমষ্টির সমস্যা সমাধান করে তাকে সাহায্যকারী কার্যক্রম 

প্রশ্ন ২৯। জনসংখ্যাস্ফীতি কাকে বলে?

উত্তর : ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়াকে জনসংখ্যা- প্রশ্ন ৩০। সমাজে বিরাজমান সমস্যাগুলো কী কী? উত্তর : সমাজে দরিদ্রতা, অজ্ঞতা, নিরক্ষরতা, জন বেকারত্ব, কিশোর অপরাধ, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সমস্যা বিরাজমান।

সমাজকর্ম প্রথম অধ্যায়ের ক নাম্বারের জন্য যে সকল ছোট প্রশ্ন আসবে সে সকল ছোট প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি উপরে দিয়ে দিয়েছি। আপনারা সবাই তো ছোট প্রশ্নগুলো পড়লে আশা করা যায় আপনাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর পাবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *