সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? Why is social work called an enabling process?

সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন?

উত্তর: সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্থ ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয় এবং সামাজিক ভূমিকা পালনে মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। এজন্য সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়।

সমাজকর্মের সাহায্যে মানে আর্থিক বা নগদ কোন কিছু প্রদান নয় বরং ব্যক্তি ও দলকে তার কর্ম প্রচেষ্টার উন্নয়ন, সমস্যার সমাধান বা কাজের ব্যাপারে সাবলম্বী করে তোলা হতো। অর্থাৎ সমাজকর্ম মানুষকে কাজে সক্ষম করে তোলা হয়, তাই সমাজকর্ম কে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top